কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় শিশুগাছ গাছ থেকে পড়ে শামিম হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের আক্তারুলের ছেলে। বুধবার (২২ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্র জানায়, গত রবিবার (১৮ নভেম্বর) সকালে শামিম হোসেন শিশুগাছের ভাইরাস ভাংঙ্গার জন্য উপজেলার কাজীরহাট এলাকায় একটি শিশু গাছে উঠে। কিছু সময় ডাল ভাংঙ্গার পরে অসাবধানতাবশত গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে যায়। স্থানীয়রা তকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে রোগীর অবনতি হলে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।