স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় আগামী ১৪ ও ১৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়াজনে গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি কৃষিবীদ মো: আইনুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শফিউল আজম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিডি গাজি বশির আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এসএম মাহবুবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আজম, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ মো: মিজানুর রহমান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: রিয়াজুল ইসলাম সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতি: জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মঈন।