স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় গলায় ফাঁস দিয়ে ১ পুলিশের এসআই আত্মহত্যা করেছে। ঘটনাটি গতকাল সাতক্ষীরা পুলিশ লাইনস ব্যারাকে ঘটে। নিহত পুলিশের এসআই মো: আজহার আলী (৫৮) যশোর রাজার হাট গ্রামের নুরুজ্জামানের পুত্র। জানাগেছ, ঐ পুলিশ কর্মকর্তা গত ১৪ নভেম্বর সাতক্ষীরা পুলিশ লাইনসে যোগদান করেন। রাতে কোন এক সময় নিজের রুমে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক শেখ ইয়াছিন আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন লাশ পোষ্টমটেম শেষে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। তবে কি কারনে মৃত্যু হয়েছে জানা যায়নি।