এম এম নুর আলম ॥ আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় খুলনা বিভাগীয় সম্মাননায় ভূষিত হয়েছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী। গত ২১ নভেম্বর সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত অক্টোবর-২৩ মাসিক কল্যাণ সভায় ওয়ারেন্ট তামিল, আইন শৃঙ্খলা সমন্নত রাখা এবং অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় প্রথম ¯’ান অধিকারের ঘোষনা দেন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম)। পরে খুলনা বিভাগীয় পর্যালোচনায় বিশ্বজিৎ কুমার অধিকারী বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে বিবেচিত হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর সভাপতিত্বে কল্যাণ সভায় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ মোঃ সজীব খান ও মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার ডিএসবি আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল আমিনুর রহমান, সদর সার্কেল মীর আসাদুজ্জামান, দেবহাটা ও আশাশুনি সার্কেল এসএম জামিল আহমেদ প্রমূখ উপ¯ি’ত ছিলেন। উল্লেখ্য, গত ২৩ আগস্ট-২৩ তারিখে বিশ্বজিৎ কুমার অধিকারী পদোন্নতি হয়ে প্রথম আশাশুনি থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জুয়া ও চোর-ডাকাতসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড ও অনিয়ম দুর্নীতিসহ সকল অপরাধ দমন করে থানার আইন শৃঙ্খলা রক্ষায় সাহসী ভূমিকা রাখার সাথে সাথে মানুষের কল্যাণে কাজ করার ঘোষণা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ওসি বিশ্বজিৎ কুমার আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে আইজিপির নির্দেশে আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় তৈরি করেছেন। সম্প্রতি ২৮ অক্টোবর সমগ্র বাংলাদেশ ব্যাপী জামায়াত বিএনপি’র নৈরাজ্য অগ্নি সন্ত্রাস, পুলিশ হত্যা, সাংবাদিক ও সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এবং গুরুতর আহতর ঘটনায় আশাশুনি উপজেলায় তিনি কোন নৈরাজ্যের ঘটনা ঘটতে দেননি। এছাড়াও তিনি থানায় অভিযোগ করতে আসা অভিযোগকারীর কথা মনোযোগ সহকারে শুনে বুঝে তাৎক্ষণিক ব্যব¯’া গ্রহণ করেন।