দেবহাটা অফিস ॥ দেবহাটার ঐতিহ্যবাহী পাটবাড়ী মন্দিরের আয়োজনে উৎসব মুখর পরিবেশে শ্রী শ্রী রাধা দামোদার ব্রত অন্তে গোকুলানেন্দে অষ্ট্র প্রহর উদযাপিত হয়েছে। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান প্রতি বছরের ন্যায় এ বছরও কেন্দ্রীয় শ্রী শ্রী গোকুলানন্দ পাটবাড়ী মন্দিরের আয়োজনে এবং সার্বিক ব্যবস্থাপনায় সিন্ধু মহাপুরুষ শ্রী শ্রী গোকুলানন্দ ঠাকুরের ৪২২ তম সমÍন তিথিতে সাতক্ষীরার সীমানা পেরিয়ে দেশের বিভিন্ন এলাকা হতে ভক্তরা উৎসাহ সহকারে উপস্থিত হন এবং অষ্টম প্রহর উপভোগ করেন। অষ্টম প্রহর উপলকেপ্ষ পাটবাড়ী মন্দির এলাকা সহ পুরোপাটবাড়ী বিশেষ ভাবে সাজানো হয় এবং আলোর দ্রুতি ছড়ায়। অষ্টম প্রহরে উপস্থিত হন ও উপভোগ করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানা ওসি বাবুল আক্তার, সহ অপরাপর অতিথিরা, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গোবিন্দ কৃষ্ণ গোস্বামী সঞ্জয় কৃষ্ণ গোস্বামী, সহ অপরাপর নেতৃবৃন্দ সহযোগিতায় মোহন বিশ্বাস ও সুজয় ঘোষ প্রমুখ। পাটবাড়ী মন্দিরের এমন আয়োজন উক্ত অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে।