স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ভারতীয় ১১১ বোতল ফেনসিডিল সহ ১ নারী মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। গতকাল ২টায় ৪৫ মিনিটে তাকে দেবহাটা কামটা এলাকার ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মোছা: রেশমা খাতুন (৪৫), কালিগঞ্জ থানার বারদাহ গ্রামের মো: আলী নেওয়াজ গাজীর স্ত্রী। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সূত্রে জানাগেছে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ডিবি পুলিশের একটি চৌকুস টিম অভিযান পরিচালনা করে। এসময় দেবহাটা কামটা নাজিম উদ্দিনের বাড়ি থেকে ভাড়াটিয়া নারী রেশমা খাতুনকে ১১১ বোতল ফেনসিডিল সহ আটক করতে সক্ষম হন। আটককৃতের বিরুদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। জেলা গোয়েন্দা পুশি ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলায় মাদক, অস্ত্র, উদ্ধার আইন শৃঙ্খলা স্বাভাবিক ও জঙ্গী দমনে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।