বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের হাটে বাজারে মাঠে ঘাটে চায়ের দোকানে গ্রাম মহল্লায় পাড়ার মোড়ে মোড়ে প্রত্যন্ত জনপদে এক কথায় ইউনিয়নের সর্বত্র চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী আমেজ।চলছে তুমুল শোরগোল। সবার মুখে মুখে এখন একটায় খবর আর তা হলো জাতীয় সংসদ নির্বাচন । আর এ নিয়ে কেহ কেহ প্রতি দিন চোখ রাখছেন খবরের কাগজে,কেহ বা টিভির পর্দায় আবার কেহ বা শুনছেন একটু সচেতনদের কাছে। কোন কোন দল আসবে নির্বাচনে আর কোন দল আসছে না নির্বাচনে । যে দল আসছে নির্বাচনে আর যে দল আসছে না নির্বাচন্ েআর কেন আসছে এবং কেনই বা আসছে না নির্বাচনে। কি তাদের দাবি এসব নিয়ে যেন চলছে তুমুল আলোচনা ,চুলচেরা বিশ্লেষন।বিশেষ করে গ্রামের ও পাড়া মহল্লার চায়ের দোকান গুলো সাধরন মানুষের যেন গ্রামীন সংসদ।এ যেন এক একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। সন্ধা হলেই এভাবেই চলে গ্রামের চায়ের দোকান গুলো । যে কোন ধরনের ভোট আসলেই এসব চায়ের দোকান গুলোতেই জন সমাগম হয় চোখে পড়ার মত। সবাই প্রকাশ করে তাদের এক একজনের মনের অভিব্যক্তি। করবেও বা না কেন ।কেননা প্রত্যেকের আছে ব্যক্তি স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনত্।াবিশেষ করে আলোচনায় আসছে আ,লীগের দলীয় মনোনয়ন নিয়ে। কে পেতে যাচ্ছেন আ,লীগের দলীয় টিকিট।কে পেলে কেমন হবে এ সব নিয়ে যেন খুব বেশী মাথা ব্যাথা সাধরন দলীয় কর্মী সমার্থকদের।সর্বপরি গ্রামীন হাট বাজার প্রত্যন্ত জন পদ এখন মুখরিত নির্বাচনী আমেজ নিয়ে।