বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদরের অন্যতম বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান ‘শেরে বাংলা পীস এ্যাওয়ার্ড ২০২৩’পদক পেলেন। এ শিক্ষা গুরু ‘শিক্ষা ও সমাজ সেবায়’ বিশেষ অবদান রাখায় শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ কতৃক সম্মানা সূচক ‘শেরে বাংলা পীস এ্যাওয়ার্ড – ২০২৩’ পদক প্রদান করেন্। অধ্যক্ষ খলিলুর রহমান সম্মানা সূচক পদক ‘শেরে বাংলা পীস এ্যাওয়ার্ড’ পদক লাভ করায় অভিনন্দন জানিয়েছেন অত্র কলেজের উপধাক্ষ্য ড. গোপাল চন্দ্র সরদার, সহ.অধ্যাপক পরিমল কুমার ঘোষ, সহ.অধ্যাপক জেসমিন নাহার, সহ.অধ্যাপক বিলকিস আক্তার মজুমদার, সহ.অধ্যাপক বিশ্বজিত মন্ডল, সহ.অধ্যাপক আলমঙ্গীর হোসেন, সহ.অধ্যাপক সাকাওয়াৎ হোসেন, সহ. অধ্যাপক অহিদুল ইসলাম, প্রভাষক লুৎফর হোসেন, প্রভাষক শান্তনু কুমার ঘোষ, প্রভাষক আবু হেলাল, প্রভাষক অহিদুজ্জামান লাভলু, প্রভাষক লিটন হোসেন, প্রভাষক আবু সাঈদ, প্রভাষক আল আমিন সহ অন্যান্য শিক্ষক কর্মচারি।