কালিগঞ্জ ব্যুরো ॥ কালিগঞ্জে সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত পত্রিকা সত্যের সন্ধ্যানে যার পথ চলা,প্রকাশনার শিষ্যে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার উপজেলার সকল প্রতিনিধিদের এক আলোচনা সভা অনুষ্টিত হয়। ২৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয় টায় দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো সাংবাদিক শেখ শরিফুল ইসলামের ব্যাবসায়িক প্রতিষ্টান মেসার্স যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চতূর্থ তলায় কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো সাংবাদিক শেখ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং ধলবাড়িয়া ইউনিয়ন প্রতিনিধি মোঃ রাজুুবুল হোসেন রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিষ্নুর্পু ইউনিয়ন প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন,দঃ শ্রীপুর ইউনিয়ন প্রতিনিধি এস এম শাহাদাৎ হোসেন, তারালী ইউনিয়ন প্রতিনিধি মোঃ আব্দুস সালাম প্রমুখ।শুরুতেই দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক মহোদয়ের দিক নির্দেশনা সকল প্রতিনিধিদের মাঝে উপস্থাপন করা হয় এবং সকল নির্দেশনা মেনে চলে সাংবাদিকতা মহান পেশায় আগামীর পথ চলার বিষয় অবগত করা হয়। অনুষ্টানে প্রত্রিকার সারকুলেশন বৃদ্ধি,প্রত্রিকার লাইনের সকল সমস্যার সমাধান,প্রত্রিকার পরিবেশকদের সাথে যোগাযোগ রাখা,নিউজ সর্ম্পকিত সমন্ময় সহ পত্রিকা অফিসের সকল নির্দেশনা পুঙ্খানুপঙ্খা পালন সহ সত্য ও বস্তনিষ্ট সাংবাদ পরিবেশনে সাংবাদিকতার মহান পেশাকে সন্মানের সহিত অটুট রাখার বিষয়ে আলোচনা হয়।সরকারের সকল উন্নয়ন,কালিগঞ্জের সকল চিত্র,সমাজের সকল দূর্নীতি,সামাজিক কর্মকান্ডের উন্নয়ন, কৃষি, মৎস্যসহ দেশের সকল উন্নয়ন কর্মকান্ডের সকল চিত্র পত্রিকায় তুলে ধরার আহব্বান জানানো হয়।