কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের মথুরেশপুরের অতি প্রাচীন ক্রিড়া প্রতিষ্টান ডিএমসি ক্লাব কতিৃক আয়োজিত লক্ষ টাকার ৪দলীয় স্বাধীনতা কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলাটি ২৫নভেম্বর শনিবার বিকাল ৪টায় ডিএমসি ক্লাবের দেয়া মাঝের মাঠে অনুষ্টিত হয়েছে। দেশী বিদেশী খেলোয়াড়দের সমন্ময়ে হেমন্তের পড়ন্ত বিকালে টান টান উত্তেজনায় প্রথম ও দ্বিতীয়ার্ধে কোন গোলের দেখা না মেলায় গোল শুন্য অবস্থায় ট্রাইব্রেকারে গড়ায়। পরে কালিগঞ্জ ফুটবল একাডেমী ফুটবল একাদশ মৌতলা নামাজ গড় ফুটবল একাদশকে ৩-১গোলে হারিয়ে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। টুনামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় কালিগঞ্জ ফুটবল একাডেমৗর খেলোয়াড় আবু রায়হান,সেরা গোলরক্ষক নির্বাচিত হয়্ একই দলের মোঃ বুলবুল।জাতীয় ধারভাষ্যকার মোঃ ইসমাইল হোসেন মিলন ও এম আর মোন্তাকের ধারভাষ্যকারে প্রানানন্দকার শেষ বিকালে অনুষ্টিত ফুটবল খেলায় হাজার হাজার ফুটবল প্রেমিকের উপস্থিতিতে উক্ত ফাইনাল খেলাটি অনুষ্টিত হয় । মথুরেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডিএমসি ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহম্মেদের সার্বিক তত্বাবধানে ও মোঃ মাসুম ও মোঃ শোকর আলীর যেীথ সঞ্চালনায় অনুষ্টিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষারা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড. এস এম জহুরুল হায়দার বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কাবির কাজল, কুশুলিয়া ই্উনিযন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল্লাহ্,ডা: শেখ আকছেদুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন আ“লীগের সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুল,বীর মুক্তিযোদ্ধা নুরমোহাম্মাাদ ,সাবেক ফুটবল খেলায়াড় বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী,ডিএমসি ক্লাবের সাধারন সম্পাদক মোঃ নাছির উদ্দীন,ফিপা রেফারী শে ইকবাল অলম বাবলু,মেীতলা ইউনিয়ন আ“লীগের সভাপতি বাবু দুলাল চন্দ্র ঘোষ,কালিগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন,সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো সাংবাদিক শেখ শরিফুল ইসলাম,এসময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উক্ত খেলায় হাজার ও মানুষের উপস্থিতিতে চাম্পিয়ানও রানার্স আপ ও সেরা খেলোয়াড়,ধারভাস্যকার দুইজন সহ সেরা দর্শকে পুরুষ্কার বিতারন করা হয়।চাম্পিয়ান দলকে ৫০হাজার ও রানার্স আপ দলকে ৩০হাজার টাকার প্রাইজমানি সহ ক্রেস্ট বিতারন করা হয়।