ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: ধলবাড়িয়া ইউনিয়নে দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী শওকত হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিপি’র ডিরেক্টর মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিপিপি’ সহকারী ডিরেক্টর (শ্যামনগর) মুন্সি নুর মোহাম্মদ, সহকারি ডিরেক্টর (দাকোপ) মোঃ আলমগীর হোসেন, সিপিপি’র শ্যামনগর উপজেলা টিম লিডার মাকসুদ রহমান মুকুল, আব্দুল্লা আল মামুন, ইউপি সচিব খাঁন আহাদুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এসডিআরআর প্রকল্পের প্রোগ্রাম অফিসার গোলাম মূর্তজা রাব্বি, প্রজেক্ট অফিসার দিপঙ্কর সাহা সহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কালিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে ৯০ জন পুরুষ এবং ৯০ জন মহিলা, মোট ১৮০ জন সিপিপি সেচ্ছাসেবক সরকারিভাবে নিয়োগ দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় ধলবাড়িয়া ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।