স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতি সংগঠন উদিচী শিল্পী গোষ্টির আয়োজনে গতকাল বিকালে দৈনিক দৃষ্টিপাত ভবনের পাশে ওয়াল্টন শোরুমে চতুর্থ তলায় উদিচী শিল্পী গোষ্ঠির জেলা সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এড আবুল কালাম আজাদ, বিশিষ্ট সঙ্গীতশিল্পী আবু আফফান রোজ বাবু, জেলা শিল্পকলা একাডেমী সাধাঃ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, ঈক্ষুন সাংস্কৃতিক সংসদের সভাপতি পল্টু বাসার, উদিচী সাধাঃ সম্পাদক সুরেশ পান্ডে, কবি গাজী হাবিব, সেকেন্দার একডেমীর সাধাঃ সম্পাদক মনিরুজ্জামান মুন্না,কবি কামরুল ইসলাম, আলী নূর খান,মনিরা পারভিন সহ জেলার কবি ও সাহিত্যিকদের উপস্থিতি মিলনমেলা পরিণত হয়। সংগ্রহ অনুষ্ঠান পরিচালনা করেন ঈক্ষুন সাংস্কৃতিক সংসদের সাধাঃ সম্পাদক শেখ মাসুদুল হক।