শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

যুদ্ধ বিরতিতে নিশ্চিন্তে ঘুমালো গাজা বাসিঃ আতঙ্ক কাটেনি ফিলিস্তীনিদের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

দৃষ্টিপাত ডেস্ক ॥ দখলদার ইসরাইল এবার যুদ্ধ বিরতি বাস্তবায়ন করলো। শুক্রবার বিকালে ইসরাইলের কারাগারে আটক পঞ্চাশ জন ফিলিস্তীনি নারী ও কিশোর কিশোরীকে মুক্তি দিয়েছে পক্ষান্তরে হামাসের হাতে আটক দশজন ইসরাইলি ও দশ জন থাইল্যান্ডের নাগরিক মুক্ত হয়েছে। গত ৭ অক্টোবর হামাস ইসরাইলের অভ্যন্তরে হামলা এবং দুইশতাধিক ইসরাইলি সামরিক ও বেসামরিক নাগরিককে জিম্মি হিসেবে হামাস গাজায় নিয়ে আসে। সেই হতে অন্তত উনপঞ্চাশ দিন ইসরাইল গাজায় অভ্যাহত ভাবে বিমান হামলা পরিচালনা করে। তেইশ লক্ষ ফিলিস্তীনি অধ্যুষিত গাজার কোন অঞ্চলই যেমন বোমা হামলার বাইরে ছিল না অনুরুপ ভাবে ফিলিস্তীনিরা প্রতিমুহুর্তে জীবন মৃত্যুর মাঝামাঝিতে অবস্থান করছিল। হাসপাতাল, মসজিদ, বিদ্যালয়, শরনার্থী শিবির কোন সর্বত্র দখলদার বাহিনী বিমান হামলা পরিচালনা করে হাজার হাজার ফিলিস্তীনিকে হত্যা করেছে। গাজার বাসির প্রতিটি দিন প্রতিটি মুহুর্ত এমনকি রাতের সময়টুকুও চরম উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্কের মধ্যে কেটেছে। গত শুক্রবার ফিলিস্তীনিরা নির্বিগ্নে নিশ্চিন্তে, মৃত্যু ভয় ব্যতিত রাত পার করেছে। এক কথায় উনপঞ্চাশ দিন পর নিশ্চিত ভাবে ঘুমিয়েছে। চার দিনের যুদ্ধ বিরতির প্রথম দুই দিন অতিবাহিত হলেও আগামী দুই দিন ইসরাইল যে কোন দোহাই দিয়ে যুদ্ধ বিরতি ভেস্তে দিয়ে হামলা পরিচালনা করতে পারে। হামাসের পক্ষ হতে বলা হয়েছে কাতারের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি চুক্তি যথাযথ ভাবে পালন করবে তবে ইসরাইল যুদ্ধ বিরতি ভঙ্গ করলে তারাও বসে থাকবে না। ইসরাইলের অতিত ইতিহাস হামাস তথা ফিলিস্তীনিদের জন্য সুখকর নয়। এদিকে ইসরাইল সরকারের পক্ষ হতে বলা হয়েছে যুদ্ধ বিরতীর অর্থ এই নয় যে তারা হামাস নির্মূল অভিযান হতে নিজেদেরকে গুটিয়ে নেবেন, ইসরাইলের প্রধান লক্ষ্য হামাস সন্ত্রাসীদেরকে নির্মূল করা। ইসরাইলের শক্তি ক্ষমতা বিচারের তা হামাসের কৌশলে নতজানু কারন উনপঞ্চাশ দিনেও হামাসের সন্ধান এবং জিম্মিদের সন্ধান ইসরাইলি বাহিনী পেতে ব্যর্থ হয়। অথচ গত শুক্রবার বিশ্বের কোটি কোটি মানুষ প্রত্যক্ষ করলো হামাস সদস্যরা বন্দী ইসরাইলিদেরকে সম্মানে মুক্তি দিচ্ছে। গতকাল পশ্চিমা মিডিয়ার ও আলজাজিয়ার খবরে বলা হয়েছে ইসরাইলের কারাগার হতে মুক্তিপাওয়া ফিলিস্তিনি নারী, শিশু ও কিশোররা আনন্দ প্রকাশ করছে এবং ইসরাইল সীমান্ত দিয়ে গাড়ীতে চলে যখন ফিলিস্তীনিরা নিজ ভূমিতে ফিরছিলেন তখন গাড়ীর মধ্যে তারা নাচ গান করে উচ্ছাস প্রকাশ করছিল, মুক্তির আনন্দ প্রকাশের অভাবনীয় দৃশ্য বিশ্বের মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে। মুক্ত ফিলিস্তীনিরা যখন নিজ ভূমি গাজায় আসছিল তখন শত সহস্র ফিলিস্তীনিরা সড়কের দুই ধারে দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছিলেন, এ সময় ইসরাইলি বাহিনী অভিবাদন আর অভিন্দন জানাতে অবস্থান করা ফিলিস্তীনিদেরকে সরিয়ে দিতে চাইলে তারা সরতে অস্বীকৃতি জানালে ইসরাইলি বাহিনী বল প্রয়োগের পাশাপাশি ক্যাদুনে গ্যাস প্রয়োগ করে। তখন গাজার উক্ত সড়ক অন্ধকারে ছেয়ে যায়। এদিকে মুক্তি পাওয়া ফিলিস্তীনি নারী ও কিশোররা জানিয়েছেন, ইসরাইলে নিরাপত্তা বাহিনীর ও পুলিশ সদস্যরা তাদের উপর নির্মম ভাবে নির্যাতন পরিচালনা করে। তাদেরকে বিচারের মুখোমুখি করতে রিমান্ডে রাখা হয়েছিল। তাদের অপরাধ ছিল ইসরাইলি সেনাদের উপর পাথর নিক্ষেপ করা। অন্যদিকে হামাসের হাতে আটক মুক্তি পাওয়া ইসরাইলি নাগরিকরা বলেছে যে হামাস সদস্যরা তাদের সাথে সামান্যতম দুব্যবহার করেনি এবং অত্যন্ত ভাল ব্যবহার করেছে। সামান্যতম সম্মানহানী করেনি। শুক্রবার বিশ্বের শত শত কোটি মানুষ আলজাজিয়া টিভির কল্যানে প্রত্যক্ষ করেছে হামাস যোদ্ধারা ইসরাইলি জিম্মিদেরকে কতটুকু সম্মানের সাথে মুক্তি দিচ্ছে। ইসরাইলি নাগরিকরা যাওয়ার সময় আলিঙ্গন ও করছেন। হামাস এবং ইসরাইলের সাথে বন্দী বিনিময় ও যুদ্ধ বিরতির ঘটনা ঘটলেও হিজবুল্লাহ ও ইসরাইলের মাঝে হামলা ও পাল্টা হামলা থেমে নেই। গতকালও হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে ক্ষেপনাস্ত্র হামলা পরিচালনা করেছে। ইসরাইলের পক্ষ হতে হামলা প্রতিহত করার চেষ্টা করা হলেও অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ক্ষেপনাস্ত্র হিজবুল্লাহ ইসরাইলের ভূ-খন্ডে ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com