স্টাফ রিপোর্টার: জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় রবিবার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ড উখালী গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে এবং শিশু ও কিশোর-কিশোরীদের সুস্থতা বিষয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। ইসলামকাটি ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফারহানা ইয়াসমিন লাকির সভাপতিত্বে এ কমিউনিটি ডায়ালগ বাস্তবায়িত হয়। জেলা তথ্য অফিস, সাতক্ষীরার মোঃ মনিরুজ্জামানের উপস্থাপনায় কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামকাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বর ফেরদৌস মোড়ল। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম বলেন, নভেম্বর-ডিসেম্বর, ২০২৩ সময়ে বিভিন্ন গ্রামের কমিউনিটিতে ও জনবহুল স্থানে ইউনিসেফের সহযোগিতায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।-প্রেস বিজ্ঞপ্তি