স্টাফ রিপোর্টার: সারা দেশেরন্যায় সাতক্ষীরায় এইচ এসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আগের ন্যায় এখন পরীক্ষার ফল গ্রহনের জন্য শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানে ভীড় করতে দেখা যায়না। কেন্দ্রীয় ভাবে ফল প্রকাশের পর অনলাইন ও মোবাইল ম্যাসেজের মাধ্যমে শিক্ষার্থীরা ফল গ্রহন করেন। সাতক্ষীরা বিগত বছরের ন্যায় এবার ভাল ফল অর্জন করতে পারেনি। সাতক্ষীরায় সরকারী কলেজে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন ১১৩৫ এর মধ্যে উত্তির্ন হয়েছে ৯৯৮ জন, এ প্লাস পেয়েছে ২০৫ জন, পাশের হার ৮৭.০৫ পার্সেন। সাতক্ষীরা সরকারি মহিলা মোট পরীক্ষার্থী ৫৬৩ এর মধ্যে উত্তির্ণ হয়েছে ৩৮৩ জন, এ প্লাস ১৭, এ গ্রেড ১০৯, এ মাইনাস ১২১, বিগ্রেড ৯১, সি গ্রেড ৪৫ পাশের হার ৬৮.০৩ পার্সেন। সাতক্ষীরা সিটি কলেজে মোট পরীক্ষার্থী ৩১৪ এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩০ জন। এ প্লাস ২, এ গ্রেড ২০, এ মাইনাস ৩৯, বি গ্রেড ৪৮, সি গ্রেড-২১ জন। তবে এখানে বিএম শাখার ২২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ২১ জন উত্তীর্ণ হয়েছে। সাতক্ষীরা মাহমুদপুর সীমান্ত আদর্শ কলেজে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন ৩১২ জন এর মধ্যে এপ্লাস ১৭, এ গ্রেড ৭০, এ মাইনাস ৮২, বি গ্রেড ৪০, ও সি গ্রেড ৩৪ পাশ করেছে ২৪৩ জন। পাশের হার ৭৮ পার্সেন। প্রতিষ্ঠানটি তুলনামূলক ভাবে সাতক্ষীরায় ভাল ফল অর্জন করেছে। হাজী জালাল আদর্শ কলেজ এখানে ৮৭ জন অংশ গ্রহন করেন এর মধ্যে কৃতকার্য হয়েছে ৮২ জন। এপ্লাস ৮, এ গ্রেড ৩৪, এমাইনাস ২৮, বি গ্রেড ১২। এছাড়া বিএমএ ৪২ জন অংশ গ্রহন করে ৪১ জন পাশ করেছে। মাহমুদপুর আমিনিয়া আরিম মাদ্রাসায় মোট পরীক্ষায় অংশ গ্রহন করেন ১৭ এর মধ্যে এ গ্রেড ৮, এমাইনাস ৫, বি গ্রেড ৪ পাশের হার শতভাগ।