দেবহাটা অফিস ॥ সাংবাদিক মোমিনুর রহমানের কন্যা আশামনি (১৩) গতকাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুরবন করেছে। পারিবারীক সূত্র জানায় গত কয়েকদিন যাবৎ আশামনি অসুস্থ বোধ করলে স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়। শরীরের অবস্থান অবনতি ঘটলে গতকাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অতিরিক্ত শ্বাস কষ্টের কারনে সন্ধ্যায় তার মৃত্যু হয়। দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আমিনুর রহমানের কন্যার মৃত্যুতে দেবহাটায় কর্মরত সাংবাদিক সহ প্রেসক্লাব এর পক্ষ হতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এ রিপোর্ট লেখার সময় রাত আটটায় আশামনির লাশ সখিপুরস্থ বাসভবনে নিয়ে আসা হয়েছে। সহকর্মি সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ শোক সন্তপ্ত পরিবারের মাঝে উপস্থিত হন।