মীর আবু বকর ॥ সাতক্ষীরায় ২১ দিনব্যাপী অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল বেলা ১১ টায় জেলা আনসার কমান্ড্যান্টে চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার কমান্ড্যান্ট মোরশেদা খানম। তিনি প্রশিক্ষণ উদ্বোধন করে বলেন, আনসার সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছে। আনসার একটি সুসংগঠিত বাহিনী পূর্বের সদস্য আর বর্তমান সদস্যের মধ্যে বিরাট পার্থক্য বিদ্যমান। এখন আনসার সদস্যরা রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন দপ্তরের সফলতার সাথে দায়িত্ব পালন করছে। আনসারদের আর ছোট করে দেখার সুযোগ নেই। অত্যন্ত আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, দেশের কল্যাণে কাজ করতে পারে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সার্কেলে এ্যডজুট্যান্ট মোঃ মিয়াজান আলী, আনসার ভিডিপি অফিসার মোঃ মাহফুজুর রহমান, সহ ব্যাটেলিয়ানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় ১৪৭ জন আনসার সদস্য অস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আনসার প্রশিক্ষক এইচএম ইশার আলী।