বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদরের অন্যতম বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা কলেজ এ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল – ২০২৩ সারা দেশের ন্যয় প্রকাশিত হয়েছে।প্রকাশিত ফলাফলে প্রাপ্ত তথ্য মতে সাতক্ষীরা সদরের বে- সরকারী কলেজ গুলোর মধ্যে জিপিএ ও পাসের হারের দিক থেকে ঝাউডাঙ্গা কলেজ সেরা অবস্থানে। তথ্য মতে,অত্র প্রতিষ্ঠান হতে এ বছর ৩৮৩ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহন করে। তন্মেধ্যে এ+১৮জন,এ গ্রেড ১৭২ জন,এ- ৫৪ জন,বি গ্রেড ২২ জন ও সি গ্রেড ১১ জন। সর্বমোট ২৭৭ জন শিক্ষার্থী পাস করে উক্ত কলেজ হতে। সর্বপরি পাসের হার ৭২.৩২%। আর উপরোক্ত তথ্য সমূহ নিশ্চিত করেন অত্র কলেজে অধ্যক্ষ খলিলুর রহমান।