স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদের ডিজিটাল কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার ভূমি সুমনা আইরিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: ফরহাদ জমিল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল গনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, বক্তারা সদর উপজেলা মাদক নিয়ন্ত্রন ও বাল্য বিবাহ প্রতিরোধ সকলকে আরো সক্রিয় হওয়ায় আহবান জানান। একই সাথে সদর উপজেলা আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন। এসময় উপজেলা পরিষদের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।