বটিয়াঘাটা (খুলনা) অফিস ॥ বটিয়াঘাটায় মুক্তিযুদ্ধাদের আয়োজনে শহীদ বীরমুক্তিযোদ্ধা আজিজ ও জ্েযাতিষ স্মরণসভা অনুষ্ঠিত। ২৯ নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে শহীদ বেদীতে পূষ্প মাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল বারোআড়িয়া বাজার সংলগ্ন স্মৃতিসৌধ চত্বরে অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সরদার মাহাবুবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক ডেপুটি বীরমুক্তিযোদ্ধা শেখ মোঃ আবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বজলুর রশিদ, বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার, ডুমুরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নূরুল ইসলাম মানিক, যথাক্রমে বীরমুক্তিযোদ্ধা সরদার আঃ মান্নান, নিত্যানন্দ বিশ্বাস, দেলোয়ার শেখ, প্রহলাদ টিকাদার, বিকাশ কুসুম, নিরঞ্জন কুমার মন্ডল, সুধাংশু শেখর ফৌজদার, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, ইউপি সদস্য সাকিব সরদার প্রমূখ। ১৯৭১ সালে বারয়াড়িয়া রাজকার ক্যাম্প আক্রমণ করতে গিয়ে দুই জন বীর মুক্তিযোদ্ধা আজিজ ও জ্যোতিষ শহীদ হন।