ফিংড়ী প্রতিনিধি: ফিংড়ীর জোড়দিয়া ৮ দলীয় গাদন দাঁড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে ধরে রাখতে উত্তর জোড় দিয়া যুব কমিটির আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের পশ্চিম জোড়দিয়া কাজল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় তেতুল তলা মাঠে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত আট দলীয় গাদন দাঁড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে। পল্লী চেতনার পরিচালক মো: আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ-লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো: লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান মো: সামছুর রহমান, সাংবাদিক মো: আবু ছালেক, গোবরদাড়ী স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মো: জুলফিকার, সমাজ সেবক মো: সেলিম রেজা, মো: আব্দুল মান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।