শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন

যুদ্ধ বিরতির মাঝেই ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তীনি নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

তৃতীয় বারের ন্যায় ইসরাইলে আসলো মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ঃ পশ্চিম তীরেও যাবেন তিনি ঃ কাতারের সাথে এবার মিশর স্থায়ী যুদ্ধ বিরতির আলোচনায় ঃ ছয় দিনের মাথায় ত্রিশ ফিলিস্তীনি ও দশ ইসরাইলি মুক্ত ঃ হিজবুল্লাহ ও হুযির হামলা অব্যাহত ঃ ইসরাইলে সরকার বিরোধী বিক্ষোভ ঃ যে কোন সময় যুদ্ধ বিরতি ভঙ্গ করতে পারে ইসরাইল
দৃষ্টিপাত ডেস্ক ॥ গাজায় চলছে সপ্তম দিনের মত যুদ্ধ বিরতি এই যুদ্ধ বিরতির মাঝেই দখলদার ইসরাইলি বাহিনী পশ্চিমতীরে গুলি বর্ষন করে তিন ফিলিস্তীনি কিশোরকে হত্যা করেছে। বর্বর ইসরাইলি বাহিনীর জন্য ফিলিস্তীনি হত্যা করা যেন খেলার খেলা, নির্ধিদায়, অবলিলায় তারা নিরাপরাধ ফিলিস্তীনিকে হত্যা করে চলেছে। যুদ্ধ বিরতির মাঝে ইসরাইলি সেনারা ফিলিস্তীনি হত্যা করায় হামাস তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষ প্রকাশ করে বলেছে ইসরাইল এখনও পর্যন্ত ভাবতে শিখেনি যে হামাস তাদের জন্য এতটুকু আতঙ্কের আর ভয়াবহতার কারন, হামাস এর পক্ষ হতে আরও বলা হয়েছে আগামী দিন গুলোতে ইসরাইলের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে। ইতিপূর্বে গত সাত অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলের ভূ-খন্ডে অনুপ্রবেশ করে হামলা পরিচালনা করে এ সময় হামলায় ইসরাইলের অন্ততঃ চৌদ্দশত নাগরিককে হত্যা করে এখানেই শেষ নয় ইসরাইলের দুইশতাধিক নাগরিককে হামাস যোদ্ধারা অপহরন করে নিয়ে আসে। সাত অক্টোবরের পর থেকে ইসরাইলের বিমান বাহিনীর বিমানগুলো ঝাকে ঝাকে গাজা উপত্যকায় দেদারছে বোমা হামলা পরিচালনা করে এক ধরনের নারকীয় ধ্বংস যজ্ঞের সূচনা করে। অন্তত সতের হাজার ফিলিস্তীনিকে হত্যা করে যার মধ্যে অন্তত সাত হাজার নারী ও শিশু, পরবর্তিতে কাতারের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতি কার্যকর হয়। বর্তমানে গাজায় চলছে যুদ্ধ বিরতি। এরই মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী গতকাল ইসরাইল সফর করেছেন এবং উক্ত সফরকালে তিনি ফিলিস্তীনি অধ্যুষিত পশ্চিম তীর পরিদর্শন করবেন। গত সাত অক্টোবর হামাসের ইসরাইলের অভ্যন্তরে হামলা ও ইসরাইলিদের অপহরনের পর থেকে গতকালের সফরের দিন পর্যন্ত মার্কিন পররাষ্ট্র মন্ত্রী তিন বার ইসরাইল সফর করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বর্তমানের হামাস ইসরাইল যুদ্ধ বিরতিকে স্বাগত জানিয়েছে। ইসরাইল কর্তৃক ফিলিস্তীনি হামলার প্রথম থেকে আরব দেশগুলো ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার ছিল। বিশেষ করে সৌদি আরব, জর্দান এবং মিশর কোন ভাবেই হামলা ও ফিলিস্তীনি হত্যা মেনে নিতে পারেনি। গতকাল ও জর্দারন ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে কঠোর ও কঠিন হুশিয়ারী উচ্চারন করে বলেছে। কোন ভাবেই ইসরাইলকে ক্ষমা করা হবে না। তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েফ এরদোগান বরাবরই ফিলিস্তীনিদের প্রতি সহানুভূতিশীল এবং বর্বর ইসরাইলের প্রতি নাখোশ আর এর অন্যতম কারন হলো ইসরাইলের হামলা ও গণহত্যা তিনি ইসরাইলকে মধ্যপ্রাচ্যের কসাই এবং দানব হিসেবে অবহিত করে সারা বিশ্ব হতে ইসরাইলকে পৃথক করার দাবী জানিয়েছেন। ইতিপূর্বে তুরস্ক জাতিসংঘের কাছে ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আহবান জানিয়ে পত্র লিখেন। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিহানু নিজ দেশে অযোগ্য প্রধানমন্ত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। গতকালও ইসরাইলের বিভিন্ন এলাকাতে সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে উক্ত বিক্ষোভে ইহুদীরা স্পষ্ট ভাবেই অভিযোগ করে বলেছেন যে নেতানিহানু সরকার ইসরাইলিদেরকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছেন। দেশটির গোয়েন্দা প্রধানের ন্যায় যে কোন সময়ে পদত্যাগ করতে পারেন এমন খবর দিয়েছে পশ্চিমা মিডিয়া। এদিকে গাজায় স্থায়ী যুদ্ধ বিরতির লক্ষে কাতারের পাশাপাশি মিশর ও কাজ করছে। দেশ দু’টি ইসরাইল ও মিশরের সাথে আলোচনায় রত আছে। হিজবুল্লাহ যোদ্ধারা গতকালও ইসরাইলের বিভিন্ন এলাকাতে ক্ষেপনাস্ত্র হামলা পরিচালনা করেছে উক্ত ক্ষেপনাস্ত্র হামলায় ইসরাইলের লেবানন সীমান্ত সংলগ্ন গ্রাম গুলোতে ব্যাপক ভিত্তিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি সেনারা পাল্টা হামলা পরিচালনা করে। ভূমধ্যসাগরে মার্কিন জাহাজে এবং ইসরাইলের জাহাজে হামলার বিষয়ে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করেছে। উল্লেখ্য ইতিপূর্বে ইসরাইলের পক্ষ হতে উক্ত হামলার জন্য ইরানকে দায়ী করা হয়। হুযি বিদ্রোহীরা ইয়েমেন হতে একের পর এক হামলা পরিচালনা করে ইসরাইলকে বিপর্যস্থ করছে। হামাসের পাশাপাশি ইসরাইলকে হিজবুল্লাহ ও হুযি বিদ্রোহীদের সাথে লড়তে হচ্ছে এবং ইরান আতঙ্ক তাদের সর্বসময় গ্রাস করে রেখেছে। যুদ্ধ বিরতির ছয় দিনের মাথায় হামাস ত্রিশ ফিলিস্তীনিকেও হামাস দশ ইসরাইলিকে মুক্তি দিয়েছে। যে কোন সময়ে ইসরাইল যুদ্ধ বিরতি ভঙ্গ করতে পারে এমন আশঙ্কা বিরাজ করছে ফিলিস্তীনিদের মাঝে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com