বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়ায় বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরদার (৭১) কে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে চাপড়াস্থ কবরস্থানের পাশে গার্ড অব অনার ও জানাযা শেষে দাফন করা হয়। চাপড়া গ্রামের মরহুম বাবর আলী সরদারের ছেলে বীরমুক্তিযোদ্ধা ও স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী আঃ মান্নান বৃহস্পতিবার ভোর ৬ টার সময় চাপড়াস্থ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্নলিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। এদিন বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর সরকারি প্রতিনিধি হিসাবে কফিনে জাতীয় পতাকা ও পুষ্পস্তবক প্রদান করেন। পুলিশের একটি চৌকশ দল রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওঃ মোজাফফর হোসেন। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আঃ রকিব, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম, স্থানীয় জন প্রতিনিধি, আলেম, হাজী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মৃতকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।