মীর আবু বকর ॥ সাতক্ষীরায় ৩০ আনসার ব্যাটালিয়নে মাসিক সাংস্কৃতিক সন্ধ্যা ও মনোমুগ্ধকর ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। প্রতি মাসের ন্যায় গতকাল রাতে শহরের পুরাতন সাতক্ষীরা জমিদার বাড়ী ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সৈনিকদের মনোবল ও কাজের গতি বৃদ্ধির লক্ষে ব্যাটালিনের আগ্রহী বিভিন্ন পদবীর সদস্যদের সমন্বয়ে আনন্দ দায়ক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধায় সদস্যরা গান ও মনোমুগ্ধকর ফ্যাশন শো পরিবেশন করেন। মনোজ্ঞ আয়োজন সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার কমান্ড্যান্ট অধিনায়ক মোরশেদা খানম। তিনি বলেন সংস্কৃতি ছাড়া মানুষের শরীর মন কোনটাই ভালো থাকে না। সৈনিকদের মধ্যে অবশ্যই বিনোদন সংস্কৃতি থাকতে হবে। তবে সংস্কৃতিতে সবালীল ও শিক্ষানীয় বিষয় উপস্থাপন করতে হবে। প্রত্যেক মানুষ সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে বেঁচে থাকে। সুস্থ সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানী কমান্ডার মাইনুল হাসান, ল্যান্স নায়েক আব্দুল কাদের ও মোঃ ফরিদ হোসেন, ব্যাটালিয়ন আনসার হলেন মোঃ শাহজাহান আলী, মোঃ মিজানুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুল বারেক।অনুষ্ঠানে গান পরিবেশন করেন অধিনায়ক মোরশেদা খানমের পুত্র শামিন ইয়াসার, কন্যা ফাবলিহা আফাফ নির্ভানা সহ ব্যাটালিয়নের সদস্যরা। মনোমুগ্ধকর ফ্যাশন শো পরিবেশন করেন ২৩ ব্যাচের ব্যাটালিয়ন আনসার সৈনিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানী কমান্ডার মাইনুল হাসান।