বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মারকা গ্রামে গ্রামের ইউটিউব চ্যানেলের আয়োজনে গতকাল ১ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়াইটায় খাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ৫শত গ্রাম চাউলের ভাত, ৬টি ডিম, ৫শত গ্রাম মুরগির মাংস ও ডাউল দিয়ে খাওয়ার আয়োজন করা হয়। ইউটিউবের স্বত্বাধিকার এম ডি নাইম ইসলাম ও পরিচালক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় খাওয়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন, নলতা গ্রামের রুমানা ও রেক্সনা, মারকা গ্রামে রাসেল, মোস্তাকিম, নয়ন, সুজন ও রিংকু। প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে বিজয়ী হয় সুজন ও মহিলাদের মধ্যে বিজয়ী হয় রুমানা। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।