কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠের দঃ পাশে অবস্থিত সোনালী ব্যাংকের শাখা অফিসের পাশে এটিএম বুথ শুভ উদ্ভোধন করা হয়েছে। সন্মানীত অতিথি খুলনা সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মাদ রফিকুল ইসলাম ফিতা কেটে পিএলসি শাখা উদ্ভোধন করেন। সোনালী ব্যাংকের কালিগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার প্রসেনজিত ব্যানার্জির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এটিএম বুথের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনার অফিসের জিএম মোঃ জুবায়ের হোসেন, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, ঢাকা লোকাল অফিসের এজিএম মোঃ সানোয়ার হোসেন, সাতক্ষীরা অফিসের প্রিন্সিপাল অফিসার প্রহলাদ কুমার মাখাল, সাতক্ষীরা শাখার এজিএম মোঃ মশিউর রহামান, শ্যামনগর শাখার এসপিও এ এস এম আব্দুল কুদ্দুস, বাউডাঙ্গা শাখার পিও এইচ এম আহসান ইসলাম, মাগুরা বাজার শাখার পিও শেখ আলামিন,প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম, গ্রাহক আলহাজ্ব মনিরুল ইসলাম,প্রাক্তন ইউপি সদস্য আব্দুল সালাম ভবন মালিক ইমরান। কালিগঞ্জ শাখা অফিসের প্রিন্সিপাল প্রসেনজিত ব্যানার্জি সোনালী ব্যাংকের সকল গ্রাহককে ভিসা কার্ডের ডেভিট ও ক্রেডিড কার্ডের সেবা গ্রহনের লক্ষে উক্ত ব্যাংক থেকে এটিএম বুথের কার্ড সংগ্রহ করার আহব্বান জানান। বক্তারা বলেন আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে সোনালী ব্যাংক লিঃ বাংলাদেশের মানুষের পাশে আছে কালিগঞ্জ বাসী সরকারী সকল সেবা সম্মলিত সোনালী ব্যাংক হতে আজ থেকে এটিএম বুথের মাধ্যমে ২৪ঘন্টা অর্থ লেন দেন করতে পারবেন। উল্লেখ্য সাতক্ষীরা জেলার অফিসের পরে জেলার ১৭টি শাখা অফিসের মধ্যে এই প্রথমে কালিগঞ্জে এটিএম বুথের উদ্ভোধন হয়।