কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন আ“লীগ অফিসে সাতক্ষীরা ৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী প্রফেসর ডা: আ ফ ম ডা: রুহুল হক এমপি ও সাতক্ষীরা ৪ আসনের নৌকার মনোনিত প্রার্থী এস এম আতাউল হক দোলনের আগমন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলা আ“লীগ কার্যালয়ে উপজেলা আ“লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকার মনোনিত প্রাথর্াী সংসদ সদস্য প্রফেসর ডা: আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আ“লীগের সাধারন সম্পাদক দ্বাদশ সংসদ নির্বাচনে নেীকার মনোনিত প্রার্থী এস এম আতাউল হক দোলন। বক্তারা বলেন, নৌকার মনোনিত প্রাথীদের বিজয়ী করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। অন্যান্যদের মধ্যে উপজেলা আ“লীগের সাধারন সম্পাদক এনামুল হোসেন ছোট, জেলা আ“লীরের সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম লেলিন, অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু ,কালিগঞ্জ উপজেলা ভাইচ চেয়ারম্যান নাজমুল আহসান, এড. শেখ মোহাহার হোসেন কান্টু,্ উপজেলা আ“লীগের যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ রাসেল, মথুরেশর্পু ইউনিয়ন আ“লীগের সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুল, উপজেলা আ“লীগের দপ্তর সম্পাদক শেখ শাহিনুর রহমান, সদস্য শেখ শিরুজ্জামান, রতনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ আশরাফুল ইসলাম খোকন, চম্পাফুল ইউনিয়রেন চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন প্রমুখ। এসময় উপজেলা আ“লীগ ও ১২টি ইউনিয়ন আ“লীগের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মি উপস্থিত ছিলেন।