খুলনা প্রতিনিধি ॥ প্রান্তিক জনগোষ্ঠী দলিতদের অধিকার প্রতিষ্ঠায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভূক্তির জন্য দলিতদের পক্ষে জাতীয় পার্টির কাছে খুলনা দলিত ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে ৮ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির খুলনার কার্যালয়ে পার্টির ভাইস চেয়ারম্যান, খুলনা মহানগর শাখার সভাপতি এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মধুর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন ওয়ার্কিং গ্রুপের আহবায়ক সিলভী হারুন। স্মারকলিপি গ্রহণ করে দলিত জাতীয় পার্টি মনোনীত প্রার্থীগণ প্রান্তিক জনগোষ্টির সামাজিক ক্ষমতায়ন ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে একমত পোষণ করেছেন। জাতীয় পার্টি সংসদ সদস্য প্রার্থীগণ। এ সময় তারা বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে প্রান্তিক জনগোষ্টির সামাজিক ক্ষমতায়ন ও সাংবিধানিক অধিকার নিশ্চিতে ৮ দফা দাবি সংসদে উত্থাপন এবং নির্বাচনী ইশতেহারে অন্তর্ভূক্ত করবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ওয়ার্কিং গ্রুপের আহবায়ক সিলভি হারুনের নেতৃত্বে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ৮ দফা দাবী রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভূক্তির জন্য জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা নেতৃবৃন্দের কাছে তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী হাসানুর রশিদ, খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী গোঃ গাউসুল আজম, খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টির মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মধু, নগর জাপার সাধারণ সম্পাদক হাদীউজ্জামান, সহসভাপতি নাজমুল কবীর সাদী, মোঃ কালাচান প্রমুখ। ওয়ার্কিং গ্রুপের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, সম্প্রীতি ফোরামের সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, অ্যাড. মুজাহিদুল ইসলাম শামীম, মানবাধিকার কর্মী ইসরাত নূয়েরী হোসেন মুমু।