স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা র্যালী আলোচনা সভা ও কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৩ পালিত হয়েছে। দেশ “কল্যান, দারিদ্র বিমোচন, কর্মপরায়ন, উদ্ভাবন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মানস ও মনন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলা এনজিও ফাউন্ডেশনের আয়োজনে গতকাল সকাল ১০টায় শহরের অদূরে ত্রিশ মাইল অগ্রগতি সংস্থার রিসোর্চ সেন্টারে জেলা এনজিও ফাউন্ডেশনের সভাপতি ও আরা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মঈন। তিনি কেক কেটে ও র্যালীর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন। পরে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব কুমার দাশ, এন জেড ফাউন্ডেশনের মো: মঞ্জুর হোসেন, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিক, সুশীলন সহকারী পরিচালক মো: মনির উদ্দিন, এসময় উপস্থিত ছিলেন নবজীবন পরিচালক তারেকুজ্জামান খান, মানবকল্যান সংস্থার মো: আবুল হোসেন, সিডো প্রকল্পের সমন্বয়কারী মো: তহিদুজ্জামান, জোড়দিয়া সততা সংস্থা নির্বাহী পরিচালক শেখ হেদায়েতুল ইসলাম, এনএজে ফাউন্ডেশন সভাপতি বিশ্বজিৎ সাধু নারী উন্নয়ন সংস্থা গুলশান আরা, সহ জেলার বিভিন্ন এনজিও নির্বাহী পরিচালক, সভাপতি ও অধ্যক্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, এনজিও ফাউন্ডেশন দেশের মানুষের জীবন মানউন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের সাবলম্বী করতে বিভিন্ন সহায়তা দিয়ে আসছেন। দারিদ্র বিমোচনের ক্ষেত্র এনজিও ভূমিকা প্রশংসনিয়। দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে এনজিও গুলি সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছেন। মানুষের আর্থিক সহায়তার ক্ষেত্রে এনিজও অবদান সবচেয়ে বেশী। এসময় জেলার উন্নয়ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো: আব্দুস সবুর।