এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলায় সিপিজি সদস্যদের সহায়তায় রান্না করা হরিণের মাংস উদ্ধার করেছে বনকর্মীরা। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের মাহমুদুল হাসানের বাড়ি থেকে ঐ রান্না করা মাংস উদ্ধার করা হয়।এ সময় একই গ্রামের সেলিমসহ চার সহযোগীকে নিয়ে পালিয়ে যায় গৃহকর্তা মাহমুদুল। মীরগাং নদীর চরে শশুর বাড়িতে বসবাসরত মাহমুদুল উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের নজরুল গাজীর পুত্র। র্যাবের কাছে আত্মসমর্পনকৃত সাবেক বনদস্যু মাহমুদুলের বাড়ি থেকে কয়েক মাস আগে হরিণের চামড়া উদ্ধার করা হয়। সুন্দরবন সহব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য আনারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের টেংরাখালী ও মীরগাং টহল ফাঁড়ির ইনচার্জ বিল্লাল হোসেন ও সোলায়মান ইসলামের নেতৃত্বে মাহমুদুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সহযোগীদের নিয়ে সে পালিয়ে গেলেও তার বসতঘর থেকে দুই কড়াইয়ে রান্নাকৃত প্রায় দুই কেজি ও ড্রামের মধ্যে সংরক্ষিত আরও তিন কেজি সমপরিমান হরিণের মাংস উদ্ধার করা হয়। এবিষয়ে ঘটনা সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, হরিণের মাংস উদ্ধারের ঘটনায় গৃহকর্তা মামহমুদুলসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে হরিনের মাংসসহ ড্রাম ও কড়াই জব্দ করা হয়েছে।