শুক্রবার, ১০ মে ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাইকগাছায় ৫ দিন ব্যাপী এডভান্স টেকনিক্যাল ট্রেনিং অনুষ্ঠিত পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ ও মাঠ দিবস অনুষ্ঠিত আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা বৃষ্টি ও ধান কাটার মৌসুম থাকায় ভোটাররা ভোটকেন্দ্রে আসেনি: সিইসি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফুলতলায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রূপসায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন প্রাক্তন প্রধান শিক্ষক আর নেই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে অভিভাবক সমাবেশ

কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্ক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় কলেজের সভা কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিজেই অনলাইন রিজিস্ট্রেশনে নাম নিবন্ধন করে কার্যক্রমের উদ্বোধন করেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও সুবর্ণজয়ন্তী উৎযাপন কমিটির আহবায়ক অধ্যাপক এস এম আনোয়ারুজ্জামান। অনলাইন কার্যক্রম পরিচালনা কমিটির আহবায়ক প্রাক্তন ছাত্র আলমগীর কবিরের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র সফটওয়্যার ইন্জিনিয়ার অভিজিৎ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতিয়ার রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক, সাবেক উপাধ্যক্ষ আধ্যাপক আব্দুল মজিদ, বিশিষ্ঠ ব্যবসায়ী আ’লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, প্রাক্তন ছাত্র কেন্দ্রীয় যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড: শেখ কামাল রেজা, আ’লীগ নেতা আলিমুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব জাহেদুর রহমান খান চৌধুরী জাহিদ, শিক্ষক দীপক শেঠ, আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, সহকারী অধ্যাপক ফারুক হোসেন, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, ব্যাংকার রফিকুল আলম রফিক, ব্যাংকার জি এম ফৌজি, আরিফ মাহমুদ, ডা: হাবিবুর রহমান, মাস্টার আব্দুল ওহাব মামুন, প্রধান শিক্ষক মুজিবর রহমান, আরিফুল হক চৌধুরী, মোস্তাক আহম্মেদ, জাহাঙ্গীর হোসেন, আসাদুর রহমান বাবু সহ কলেজের বিভিন্ন শিক্ষা বর্ষের অসংখ্য প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ। সব শেষে, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ব্রাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ভ্যার্চুয়ালী সকল উপস্থিতিকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠেয় সুবর্ণজয়ন্তী উৎযাপন অনুষ্ঠানকে সফল করার জন্য সার্বিক সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য, আগামী ১৩ এপ্রিল-২৪’ সুবর্ণজয়ন্তী উৎযাপনকে সামনে রেখে অনলাইনে নিবন্ধন করার জন্য আবেদন করা হয়। কলারোয়া সরকারি কলেজ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মূল নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com