নগরঘাটা প্রতিনিধি ঃ সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা এবং দৈনিক সমকালের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম, কামরুজ্জামানের পিতা আলহাজ্ব মোঃ শাহাজাহান মল্লিক (৭৭) দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শনিবার রাত আনুমানিক ৯ টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি -ইন্না -ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুম মোঃ শাহজাহান মল্লিক ৪ পুত্র ও ১ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছে। গত রবিবার বেলা ১১ টায় তার নিজ বাড়ি তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সাংবাদিক সমাজসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। মরহুমের নামাজের জানাজা পড়ান বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব। জানাজা শেষ মরহুমের মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।