স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ ও ২ আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির মনোনয়ন পত্র যাচাই বাছাই করেন। এসময় ঋণ খেলাপীর দায়ে মুক্তি জোটের প্রার্থী মো: আব্দুল আজিজের মনোনয়ন পত্র বাতিল এবং বাকি সকলের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন। সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন।