বিশেষ প্রতিনিধি ॥ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর উপজেলার নূরনগরে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নূরনগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি জিএম হাবিবুর রহমান হবি এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ মুনির আহমেদ, মোঃ খলিলুর রহমান, ডাঃ মোঃ ইলিয়াস আহমেদ, গাজী আব্দুস সামাদ, অচ্যুৎ রক্ষিত, দেবাশীষ ঘোষ, এস এম সাইদুর রহমান প্রমুখ। সভায় বক্তারা, দলীয় স্বার্থে, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী এস এম আতাউল হক দোলনকে বিজয়ী করতে দলের ভিতরে সকল কোন্দল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয় করার আহ্বান জানান।