বিশেষ প্রতিনিধি ॥ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (শ্যামনগর কালিগঞ্জ আংশিক) এর নির্বাচন প্রস্তুতি উপলক্ষ্যে শ্যামনগর উপজেলায় শেখ হাসিনার স্নেহধন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদ উপজেলা শাখা, হিন্দু মহাজোট উপজেলা শাখা ও হিন্দু পরিষদ উপজেলা শাখার এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বিকাল ৪ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় করেন নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন। মতবিনিময় কালে তিনি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসনের আ’লীগ দলীয় প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আ’লীগ ও হিন্দু সম্প্রদায় একই সুত্রে গাঁথা। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করতে সকলের মধ্যে সকল কোন্দল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয় করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হিন্দু সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।