বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায়। বোরো ধান (হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে উপ সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপস্থিতে ১’শ জন প্রকৃত আগ্রহী কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়, এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আফছার উদ্দিন, ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, খলিলুর রহমান, ফারজানা আক্তার, ইউপি সদস্যা লাইলি পারভীন সহ ইউপি সদস্য,সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।