বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ উপলক্ষে ভ্যান শোভাযাত্রা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএম আজিজুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শ্যামলী দাস প্রমুখ। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা (জি.এ.সি)’র অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন (এম.জে.এফ)’র সহযোগিতায় ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ১৬ দিনের কর্মসূচীর আওতায় সভায় বক্তাগণ নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা ও নারী নির্যাতন বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা প্রশাসনসহ সকল নারী উন্নয়ন সংস্থার প্রতি আহবান জানান।