শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

আশাশুনিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মাঠে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

এম এম নুর আলম ॥ আশাশুনিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মাঠে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ হচ্ছে কী না- তা দেখভালে মাঠে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার লক্ষে মাঠে রয়েছেন। ২৮ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ৩৯ দিনের জন্য মাঠে দায়িত্ব পালন করবেন এবং আচরণ বিধি লংঘন বা পরিস্থিতির অবনতি হলে মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বা তার এজেন্ট এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক নির্বাচনী আচরন বিধিমালা প্রতিপালনে টহল চলমান রাখতে আশাশুনির ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক, হাট বাজারসহ জনসমাগম স্থলে মোবাইল কোর্ট পরিচালনার লক্ষে দায়িত্ব পালন করেছেন দায়িত্বপ্রাপ্ত সাতক্ষীরা জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। এসময় তিনি নির্বাচনী বিধিমালা মেনে চলার জন্য সকল প্রার্থী ও তার এজেন্ট এবং সমর্থকদের অনুরোধ জানান। তিনি বলেন, জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী জেলার সকল উপজেলায় নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে জেলা ও উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। জাতীয় নির্বাচনের মনোনয়ন প্রাপ্তি হতে প্রতীক বরাদ্দ পর্যন্ত এবং তৎপরবর্তীকালে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচার প্রচারণার ক্ষেত্রে যে সকল বিধি বিধান রয়েছে তা প্রতিপালনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তিনি আরও বলেন, নির্বাচনী আইন ও বিধিমালা মোতাবেক প্রচার সামগ্রী অপসারণের জন্য অভিযান পরিচালিত হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে বিভিন্ন অভিযান পরিচালনাকালে আশাশুনি থানার পক্ষে এসআই আব্বাস, এস আই মুহিতুর রহমান, এসআই বিশ্বজিৎসহ সঙ্গীয় ফোর্স যথাযথভাবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com