চুকনগর প্রতিনিধি \ খুলনার চুকনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক দিনকাল ও লোকসমাজের ডুমুরিয়া প্রতিনিধি এম রুহুল আমীন সভাপতি ও দৈনিক আজকের পত্রিকা ডুমুরিয়া প্রতিনিধি, দৈনিক প্রবাহের চুকনগর প্রতিনিধি ও গাজী আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়। সকাল ১০টায় প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীনের সভাপতিত্বে সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আলাপ আলোচনার এক পর্যায়ে উপস্থিত সদস্যদের কন্ঠভোটে কমিটির সকল সদস্য নির্বাচিত হন। নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ সভাপতি শংকর ঘোষ, যুগ্ম সম্পাদক ইমরান হুসাইন, কোষাধ্যক্ষ এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরদার, প্রচার ও দপ্তর সম্পাদক গাজী শামীম হোসেন মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বি এম ফিরোজ হোসেন, নির্বাহী সদস্য গৌতম রাহা, প্রভাষক আব্দুর রাজ্জাক ও সুমন ব্রহ্ম।