সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির একসভা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপত্বিতে মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে নির্বাহী কমিটির অফিস রুমে অুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমন প্রমূখ। সভায় আলোচনান্তে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী ২০ জানুয়ারী (সম্ভব্য ধায্য তারিখ) সাধারণ সভা এবং সাধারণ সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রেসক্লাবের নির্বাচনের তারিখ ঘোষনা। এছাড়া ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে অবৈধ কমিটিই থাকা কালীন সময়ে অর্থ তছরুপ সহ বিভিন্ন অনিয়ম দূর্ণীতির বিষয়ে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ১৬ ডিসেম্বর‘২৩ মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভার সিদ্ধান্ত সহ সাংগঠনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি