বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ প্রার্থী এস এম আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য, আ’লীগ নেত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এস এম আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে দলীয় প্রার্থী করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগ একই সুত্রে গাঁথা। মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সবাই একত্রিত হয়ে যুদ্ধ করে যেমনটি ভাবে এদেশকে স্বাধীন করেছেন তেমন করে দলীয় স্বার্থে, দেশের উন্নয়নে অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করতে সকল কোন্দল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করার জন্য সকলকে নিয়ে কাজ করবেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান ডলার ও সাংগঠনিক সম্পাদক মেহবুব আলম সবুজ।