বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীধরকাটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান তারেক। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল, শিক্ষক অশোক কুমার মন্ডল, শিক্ষক আবজাল হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। এদিকে বিষ্ণুপুর চৌমুহনী সরকারি প্রাথঃ বিদ্যাঃ, চাঁচাই সরকারি প্রাথঃ বিদ্যাঃ, হোগলা সরকারি প্রাথঃ বিদ্যাঃ বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়, এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।