স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গতকাল ১১ টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, অতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈন, বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সন্তান কমান্ডের সাধাঃ সম্পাদক শেখ শরিফুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে সকাল সাড়ে ১০ টায় শহরের পাকাপোলের মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।