বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে কিশোরীদের অংশগ্রহণে আন্তঃ স্কুল প্রীতি ফুটবল ম্যাচ’২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ আন্তঃ স্কুল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে কিশোরীদের সমন্বয়ে গঠিত সবুজ দল ও লাল দল। আকর্ষণীয় এই খেলায় সবুজ দল ২-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, ইমরান হোসেন ও দেব প্রসাদ। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম মোস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক অমল কুমার সরকার, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, বিদ্যুৎ মন্ডল, সুনীল মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।