বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার এক ইটভাটায় সহকর্মীর ইটের আঘাতে আহত আরিফুল ইসলাম শেখ নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, সোমবার আশাশুনি উপজেলা বড়দল গ্রামের জনৈক আব্দুল কাদেরের ইটভাটায় এ ঘটনা ঘটে। জানাগেছে, কালীগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে আরিফুল ইসলাম শেখ ও আব্দুল কুদ্দুস আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আব্দুল কাদেরের ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল কুদ্দুস ইট দিয়ে আরিফুলের মাথায় সজোরে আঘাত করেন। এতে আরিফুল গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে আরিফুলের মৃত্যু হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে আব্দুল কুদ্দুস ইট দিয়ে আরিফুলের মাথায় সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এরপর চিকিৎসাধীন হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে আব্দুল কুদ্দুসকে আসামি করে আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।