শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি ॥ আশাশুনির শ্রীউলার পুঁইজালা গ্রামের আঃ মান্নান মোড়ল (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশাশুনির শ্রীউলা ইউনিয়নের পুঁইজালা গ্রামের মৃত আনোয়ার আলী মোড়লের কনিষ্ঠ পুত্র আঃ মান্নান মোড়ল বুধবার বিকাল (আনুঃ)৪–৪৫মিনিটে ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানাযায় আঃ মান্নান মোড়ল দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বহুজটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন, কিন্তু সুচিকিৎসায় সুস্থ হয়ে উঠেছিলেন। গত বুধবার দুপুরে ভাত খাওয়ার পরে অতিরিক্ত গ্যাস চাপ দেওয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার সর্বস্তরের মানুষ তাকে শেষ বারের মত দেখতে আসেন এবং নামাজে জানাযায় উপস্থিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, ভাই, বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার যোহর নামাজ শেষে পুঁইজালা মোড়ল বাড়ী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহূমের ভ্রাতুষ্পুত্র হাফেজ আনিছুর রহমান। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।