স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা মধুবাগ আবাসিক উন্নয়ন কমিটির সভাপতি ও আ’লীগ নেতা মো: নুরুল হকের নিজস্ব অর্থায়নে এক বিধবা নারীকে কম্বল ও খাট প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের খুলনা রোডমোড়স্থ আ’লীগের অফিসে মধুবাগ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ সামনে সভাপতি মো: নুরুল হক ঐ বিধবা অসহায় নারীর হাতে শীতবস্ত্র কম্বল ও থাকার জন্য খাট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ শফিকউদ্দৌলা সাগর, উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, ব্যাংকার আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক অলোক তরপদার, সরকারী কর্মকর্তা আব্দুস সেলিম, আব্দুল জলিল, আব্দুস সামাদ, আব্দুস সবুর, মো: গোলাম মোস্তফা সহ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মধুবাগ উন্নয়ন কমিটি শুরু থেকে দুঃস্থ অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।