বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ৯ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও সুশীল সমাজে নেত্রীবৃন্দের উপস্থিতিতে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, জাতীয় মহিলা সংস্থা উপজেলা শাখার চেয়ারম্যান মিসেস শাহানা হামিদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম রফিক প্রমুখ।