স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মানববন্ধন, পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন উত্তোলন, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ পালিত হয়েছে। “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় গতকাল সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সাজেকা খুলনা ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদাউস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম, অতি: পুলিশ সুপার ও সদর সার্কেল মীর আছাদুজ্জামান, খুলনা সাজেকা মীর আছাদুজ্জামান, খুলনা সাজেকা সহ-কারী পরিচালক মো: রকিবুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়েন্ত সরকার, এনজিও প্রতিনিধি মো: মনিরউদ্দিন, শিক্ষার্থী শেখ সিফতাহুল জান্নাত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি মুর্শিদা আক্তার, আব্দুর রব ওয়ার্ছি, সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম, রেবেকা সুলতানা, মো: সাকিবুর রহমান, এড. মনির উদ্দীন, মো: রফিকুল হাসান, জিএম নাজমুল আরিফ, এনামুল কবির খান, সাংস্কৃতিক ব্যক্তি শেখ সিদ্দিকুর রহমান, হেনরি সরদার সহ জেলার সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এরপূর্বে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।