দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ পালিত হয়েছে। জাতীয় পাতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী র্যালী, বেলুন উত্তোলন এবং আলোচনা সভার মাধ্যমে পালিত দিনব্যাপী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, মিডিয়াকর্মি সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান মনি, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, সঞ্চালনা করেন সাধারন সম্পাদক অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিক, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দেবহাটায় আয়োজিত কর্মসূচিতে আগত এবং অংশ গ্রহণকারী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক এনামুল হক বাবলু।